ঈদ-উল ফিতর উপলক্ষে কাপ্তাইয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

ঈদ-উল ফিতর উপলক্ষে কাপ্তাইয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর.ই ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ১০ আর.ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সেনা প্রধানের দিকনির্দেশনায় ও রাঙামাটি রিজিয়নের কমান্ডারের তত্ত্বাবধানে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে ১০ আর.ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল।

এসময় অধিনায়ক ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।