খাগড়াছড়িতে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় পরিষদের ২০ লাখ টাকা অনুদান - Southeast Asia Journal

খাগড়াছড়িতে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় পরিষদের ২০ লাখ টাকা অনুদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় ২০ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান বিতরণ করা হয়। প্রতিষ্ঠান পর্যায়ে ১৫ লাখ ও ব্যক্তি পর্যায়ে ৫ লাখ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।