আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলা: নথি জমা দিতে মিয়ানমারের ১০ মাস সময় বৃদ্ধির আবেদন নাকচ - Southeast Asia Journal

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলা: নথি জমা দিতে মিয়ানমারের ১০ মাস সময় বৃদ্ধির আবেদন নাকচ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যার মামলায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) কাগজপত্র ও নথি জমা দেওয়ার জন্য সময় ১০ মাস বাড়ানোর আবেদন করেছিল মিয়ানমার। সেই আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। এর পরিবর্তে দেশটিকে এক মাস সময় বাড়িয়ে দিয়েছেন বিচারক।

আগামী ২৪ এপ্রিল যুক্তি-তর্ক খণ্ডন নথি (কাউন্টার মেমোরিয়াল) জমা দেওয়ার তারিখ ছিল মিয়ানমারের। কিন্তু গত মার্চ ২৩ এপ্রিল এক আবেদনে তারা জানায়, তাদের অর্থনৈতিক সংকট এবং মিয়ানমারের ভাষায় লেখা নথি ইংলিশে অনুবাদ করার জন্য তাদের ১০ মাস সময় দরকার। সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি কাউন্টার মেমোরিয়াল জমা দিতে চায় তারা।

মিয়ানমার মার্চে যখন সময় বৃদ্ধির আবেদন করে ওই সময়ে চীনের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন পাইলট প্রকল্প নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছিল।

কোর্ট এ বিষয়ে মামলার বাদী গাম্বিয়ার মতামত জানতে চাইলে দেশটি এর বিরোধিতা করে জানায়, অনুবাদ করার জন্য অথবা অর্থনৈতিক সংকটের কারণে সময় বৃদ্ধি করার নজির নেই। এছাড়া এর আগে মিয়ানমার নির্দিষ্ঠ সময়ে তাদের নথি জমা দিয়েছে। এবার সময় বাড়ানো হলে সেটি মিয়ানমারের জন্য সুবিধাজনক হবে না।

সবকিছু বিবেচনা করে কোর্ট মিয়ানমারকে এক মাস সময় বাড়িয়ে ২৪ মে তাদের নথি জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

২০১৯ এর নভেম্বরে গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়ার মামলা করার অধিকার ও যোগ্যতা নিয়ে মিয়ানমার প্রশ্ন উঠালে প্রাথমিক শুনানির পর কোর্ট গাম্বিয়ার পক্ষে রায় দেয়। এরপর গাম্বিয়া ও মিয়ানমার একাধিক সময়ে তাদের নথি জমা দিয়েছে।