সন্ত্রাসী হামলায় ৩ ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী আহত: বান্দরবানে ৪৯ জনকে আসামী করে মামলা
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে গত ১৪ এপ্রিল বৈসাবি উপলক্ষে আয়োজিত পিঠা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনায় স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (গণতান্ত্রিক)কে জড়িয়ে অপপ্রচারের নিন্দা এবং নিরীহ কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদের পর এবার এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেছের সংগঠনটির এক সদস্য।
সংগঠনটির পক্ষে মংসিং উ মার্মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে জেলা শহরের ৫নং ওয়ার্ডের উজানী পাড়া এলাকায় পিঠা উৎসবে অংশ গ্রহন করে। এসময় বাপ্পী মারমা, উবা মারমা ও উটিংনু মার্মা মদ্যপান করে মেয়েদের সাথে অশোভন আচরন করে। উক্ত কর্মকান্ডে বাধা দেওয়ায় তাদের সাথে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরবর্তীতে এর জের ধরে উজানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় দেখতে পেয়ে অন্য বিবাদীদের নিয়ে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয়। এসময় হ্লামং নুম মার্মা, হৃদয় তংচঙ্গ্যা, মং প্রুসে মার্মা গুরতর আহত হয়। পরে গুরতর আহত অবস্থায় হ্লামং নুম মার্মাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

মামলার আসামী হলেন, বাপ্পী মারমা, উবা মারমা, উটিংনু মারমা, উজাইমং মারমা, উখিং সাই মারমা, পু পাই মারমা, রকি মারমা, সাই মং মারমা, অংথোয়াই চিং মারমা, শৈমংথুই মারমা, শুভ মারমা, চিংশৈ মারমা, উথাইচিং মারমা, থুইমে মারমা, উ ওয়াই মং মার্মা,আকাংশে মারমা, লাখি তংচঙ্গ্যা, সুজন মারমা, মা খ্যায়াং প্রু মার্মাসহ অজ্ঞাত আরো ৩০জন। তাদের সবার বাড়ি জেলা শহরের মধ্যম ও উজানী পাড়া এলাকায় বলে জানা গেছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন মামলা দায়ের করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পাহাড়ে প্রাণের উৎসৈব বৈসাবি চলাকালে (গত ১৪ এপ্রিল) পার্বত্য জেলা বান্দরবানে একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সাধারণ নেতা-কর্মীদের নামে মিথ্যাচার চালিয়ে রাজনৈতিক ফাঁয়দা নেয়ার চেষ্টা চালায় একটি স্বার্থান্বেষী মহল। রাতের আঁধারে কিছু উশৃঙ্খল যুবক কর্তৃক জেলা শহরের উজানী পাড়ায় পিঠা উৎসবের নিকটে মদ খেয়ে মাতাল অবস্থায় স্থানীয়দের সাথে মারামারিতে লিপ্ত হয় এবং নারীদের শ্লিলতাহানির চেষ্টা চালায়। সেখানে উপস্থিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নেতা-কর্মীরা তাদের বাঁধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর দুজন কর্মী গুরুতর আহত হয়। সংগঠনটি মনে করে, পূর্বপরিকল্পিত ভাবে সূদুরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর নাম ব্যবহার করে সেখানে একটি পক্ষ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।
এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গতকাল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা দপ্তর।
