রাঙামাটিতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
ঈদ উল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে সেনাবাহিনী প্রধানের পক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর.ই ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ১০ আর.ই ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় গরিব ও অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা প্রদান করেন ১০ আর.ই ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. সাদমান সাকিব।
সেনা প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিতদের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
