খাগড়াছড়ির রামগড়ে অসহায়দের মাঝে বিজিবির ঈদ উপহার বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির রামগড়ে অসহায়দের মাঝে বিজিবির ঈদ উপহার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।

সকালে রামগড় জোন সদরে রামগড় জোন (৪৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় ৩৭৫ টি পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে ৩৭৫ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, চিনি এবং সেমাই ইত্যাদি।

এর মধ্যে জোন সদর হতে ১৫০ প্যাকেট, মহামুনি বিওপি হতে ১০০ প্যাকেট, রামগড় বিওপি হতে ১০০ প্যাকেট এবং খাগড়াবিল বিজিবি ক্যাম্প হতে ২৫ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।

এসময় রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ, নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ৩৭৫ প্যাকেট উপহার সামগ্রীসহ পবিত্র রমজান মাসে ৪৩ বিজিবি কর্তৃক সর্বমোট ৪৭৫ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।