রোজাদারদের ইফতার সামগ্রী উপহার দিল ৪৩ বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে এক’শ রোজাদার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।
ধারাবাহিক কর্মসূচীর ২৯তম দিনে আজ শুক্রবার (২১ এপ্রিল) এসব ইফতার সামগ্র বিতরণ করা হয়।
বিজিবি জানিয়েছে, সারাদেশে বিজিবি কর্তৃক দুস্থ ও দরিদ্রদের মাঝে প্রতিদিন ইফতারি বিতরণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিকেলে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর ব্যবস্থাপনায় রামগড় পৌর শহরের কালাডেবা এলাকায় বসবাসরত দুস্থ ও দরিদ্র রোজাদারদের মাঝে ১০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল পানি, খেজুর, ছোলা ভুনা, পিঁয়াজু, মুড়ি এবং জিলাপি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র মানুষের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও অবৈধ সকল প্রকার চোরাচালান প্রতিরোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে রামগড় ব্যাটালিয়ন। যার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
