ঈদ উপহার সামগ্রী নিয়ে অসহায়দের পাশে বাঘাইহাট সেনা জোন
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ঈদ উপহার সামগ্রী নিয়ে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
আজ শুক্রবার (২১ এপ্রিল) দুপুর ২টায় বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল তৌহিদুর রহমান।
এসময় জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন মোহাম্মদ তারেক সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরন শেষে জোন অধিনায়ক তৌহিদুর রহমান বলেন, গরিব অসহায় ও দিনমজুরদের ঈদের উৎসবে পাশে থাকতে পেরে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন।
সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে।আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে।
