চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ - Southeast Asia Journal

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে ৫৯ বিজিবি। রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চকপাড়া জামতলা সেতু এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদিকুর সীমান্তের শাহবাজপুর ইউনিয়নের উপ-চকপাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমানের ছেলে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুরের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি অধিনায়ক বলেন, বিএসএফের কোনও গুলির আওয়াজ সীমান্ত এলাকায় পাওয়া যায়নি। আমরাও গুলি চালায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানিদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর। সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সাদিকুর কিভাবে মারা গেছেন তদন্ত সাপেক্ষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।