আফগানিস্তান প্রশ্নে জাতিসংঘের বৈঠকে আমন্ত্রণ পায়নি তালেবান - Southeast Asia Journal

আফগানিস্তান প্রশ্নে জাতিসংঘের বৈঠকে আমন্ত্রণ পায়নি তালেবান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের বিশেষ দূতদের জাতিসংঘ মহাসচিব একটি বৈঠকে আমন্ত্রণ জানালেও তাতে থাকছেন না তালেবান প্রশাসনের কেউ। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দোহায় সোম ও মঙ্গলবারের বৈঠকে তালেবান প্রশাসনের কাউকেই আমন্ত্রণ জানাননি আন্তোনিও গুতেরেস।

স্টিফেন ডুজারিক বলেন, ‘আফগানিস্তান প্রশ্নে বৈঠক হলেও মহাসচিব ডি ফ্যাক্টো কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান নি’।

এক সপ্তাহ আগেই জাতিসংঘ জানিয়েছিল, বৈঠকে তালেবান প্রশাসনের সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতির ওপর জোর দেবে না।

২০ বছরের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে আফগানিস্তানে জাতিসংঘের জন্য কাজ করা আফগান নারীদের ওপর তালেবান প্রশাসনের নিষেধাজ্ঞার নিন্দা জানায়। তালেবান নেতাদেরকে দ্রুত নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয় নিরাপত্তা পরিষদে।

তালেবান বলেছে, তারা ইসলামিক আইনেই নারীর অধিকারকে সম্মান করে। নারীদের চাকরিতে বাধার দেওয়ার বিষয়টি ‘অভ্যন্তরীণ সমস্যা’ বলে বর্ণনা করেছে তালেবান শাসকরা।