রাঙ্গামাটিতে ভ্রাম্যমান আদালত কর্তৃক বিপুল পরিমান রোহিঙ্গা সামগ্রী জব্দ
![]()
নিউজ ডেস্কঃ
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান রোহিঙ্গা সামগ্রী জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, ২০১৭ সালে মায়ানমার সেনাবাহিনী কর্তৃক ব্যাপক দমন-পীড়নের ফলে সীমান্ত ফেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দেয়া ত্রান সামগ্রী দীর্ঘদিন ধরেই রাঙ্গামাটির বিভিন্ন বাজারে দেদারছে বিক্রি চলছে। সামান্য নামমাত্র অর্থ দিয়ে রোহিঙ্গাদের কাছ থেকে এনে রাঙ্গামাটির খোলা বাজারে এসব পন্য বিক্রি করছে একটি চক্র।
বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশের পর ১৯ জুন বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এর নেতৃত্বে শহরের বনরূপা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ষ্টিলের সামগ্রী, সাবান, ট্রুথব্রাশ, ইউএনএইচসিআর এর সেরিলাক, ওয়ার্ল্ড ফুড এর সামগ্রী, ন্যাপকিন, লাক্স ও মেরিল সাবান, বিদেশী দাতা সংস্থা থেকে প্রদত্ত বিভিন্ন জিনিসপত্র জব্দ করে নিয়ে যাওয়া হয়। এসময় মোবাইল কোর্টের গাড়ি দেখেই দোকান পরিচালকরা মালামাল রেখে পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, দরিদ্র রোহিঙ্গা জনগোষ্ঠির সহায়তার লক্ষ্যে বিভিন্ন দাতা সংস্থা থেকে এসব জিনিসপত্র ব্যবহারের জন্য প্রদান করা হয়। কিন্তু একটি অসাধু চক্র রোহিঙ্গাদের কাছ থেকে এসব জিনিসপত্র অনেক সময় চুরি করে এবং সংগ্রহ করে নিয়ে আসে বলে আমরা খবর পেয়েছি। শহরের বাজারে বিক্রি করছে এমনটি জানার পর উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি।