নানিয়ারচরে ব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ - Southeast Asia Journal

নানিয়ারচরে ব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়নের বেতছড়িস্থ তৈচাকমা রেগাছড়ার উপর ব্রীজ নির্মানে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার, স্থানীয় পাহাড়ী ছড়ার বালি ব্যবহারসহ অনিয়মের ব্যাপক অভিযোগ উঠেছে। তবে নির্মানকারী প্রতিষ্ঠানের দাবি উপজাতি সন্ত্রাসীদের চাঁদাবাজির কারণে যথাযথভাবে কাজ করা যাচ্ছে না।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যর সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে ওই সেতুটি। নির্মাণকাজ বাস্তবায়িত হয়েছে, নানিয়ারচর উপজেলা পরিষদের তত্ত্বাবধানে। ব্রীজটির নির্মাণ ব্যয়ে প্রাক্কলিত অর্থবরাদ্দ ছিল ৩২ লাখ ৩৯ হাজার ৬৩৮ টাকা। অর্থ্যাৎ প্রায় সাড়ে ৩২ লাখ টাকার কাছাকাছি। কিন্তু সেতুটি নির্মাণে যেই কাজটি হয়েছে, সেখানে অর্ধেক টাকাও খরচ হয়নি। উপজেলা পরিষদের দাবি, উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজির কারণে সেখানে যে কোনো উন্নয়ন কাজ পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয় না।

স্থানীয়দের দাবি, দায়সারা ভাবে নির্মিত এ ব্রীজটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এবং যথাযথভাবে কাজ শেষ না করায়, যেকোন মুহূর্তে ধসে যেতে পারে ব্রীজটি, আর হতে পারে বড় ধরণের প্রাণহানির ঘটনাও।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার জানান, ছয় মাস আগে ওই ব্রীজের নির্মাণকাজ শেষ হয়েছে। ঠিকাদার কাজ বুঝিয়ে দিয়েছেন। কাজ ঠিকমতো হওয়ায় এরই মধ্যে ঠিকাদারকে সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে। কাজটি নিয়ে এ পর্যন্ত কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি।

নির্বাহী কর্মকর্তার প্রশ্ন ছিলো, তা ছাড়া স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে ২০ ভাগ চাঁদা দিয়ে সেখানে যে কোনো উন্নয়ন কাজ করতে হয়। এত টাকা চাঁদা দেয়ার পর কাজ আর কতটুকু করা যায় ?