পাকিস্তান সীমান্তে ইরানের ৫ সীমান্তরক্ষী নিহত - Southeast Asia Journal

পাকিস্তান সীমান্তে ইরানের ৫ সীমান্তরক্ষী নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের সীমান্তঘেঁষা ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সশস্ত্র বাহিনীর হামলায় সীমান্তরক্ষী বাহিনীর ৫ সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সারাবানে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যমে স্থানীয় আইনজীবী মেহেদী শামসাবাদীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কেনানি বলেন, সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সময়ের দাবি। এ ব্যাপারে পাকিস্তানের উচিত অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়া।

দারিদ্র্যপীড়িত এলাকা সিস্তান-বেলুচিস্তানে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে। এ অঞ্চল দিয়ে মাদক চোরাচালানেরও ঘটনা ঘটে থাকে। অঞ্চলটিতে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। বিশেষ করে বালোচি ক্ষুদ্রগোষ্ঠী এবং সুন্নি মুসলিমদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত ১১ মাসে এই একই এলাকায় সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে বলা হয়।