খাগড়াছড়িতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়িতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ২০ জুন বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্তি পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, সিনিয়র সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোহেল হোসাইন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা নিহার কান্তি খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, টিআইবির সহ-সভাপতি মো: জহুরুল আলমসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী ককর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বিদেশে কর্মীদের নিরাপত্তা রক্ষায় মিশনের তৎপরতা বাড়ানো, নারী কর্মীদের প্রতিসপ্তাহে স্বজনদের সাথে মোবাইলে কথা বলার সুযোগ দেয়াসহ মাঠ পর্যায়ে বিদেশ গমনেচ্ছুদের প্রতারণা ও দুর্ভোগ লাঘবে নিরাপদ অভিবাসনের বিষয়ক বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।