বেনাপোলে ১৭টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
![](https://southeast-asiajournal.com/wp-content/uploads/2023/05/gold-f255910547495e62bb4495e18bed9e92-1024x574.jpg)
নিউজ ডেস্ক
ভারতে পাচারের সময় যশোরের শার্শার বেনাপোল সীমান্ত থেকে ১৭ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৭ মে) দুপুরে খলশী বাজার থেকে বোনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে মিকাইল হোসেনকে (৩০) আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান খলশী বাজার এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হচ্ছে জানতে পেরে বিজিবি অভিযান চালায়। পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ১৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৮২৯ গ্রাম এবং বাজারমূল্য ২ কোটি ৮২ লাখ টাকা ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক মিকাইলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।