রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
রবিবার (২৮ মে) লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া ক্ষতিগ্রস্তদের হাতে এসব আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অগ্নিকাণ্ডের মতো যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য লংগদু জোন অধিনায়ক দিকনির্দেশনা প্রদান করেন।