চাঁদার দাবিতে বন্ধ করে দেয়া নির্মানাধীন প্রাথমিক বিদ্যালয়ের কাজ পুনরায় চালু
 
                 
নিউজ ডেস্ক:
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে উপজাতি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ( প্রসীত) কর্তৃক চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া নির্মানাধীন করেঙ্গাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ পুনরায় চালু করা হয়েছে বলে জানা গেছে।

২৫ জুন মঙ্গলবার সকালে আবারো পুনরায় উক্ত বিদ্যালয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
বিস্তারিত অনুসন্ধানে জানা গেছে, গত ১০ জুন সোমবার চাঁদার দাবিতে করেঙ্গাতলি বাজারের করেঙ্গাতলি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ বন্ধ করে দেয় ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা। এসময় তারা কাজ করতে হলে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে বলেও জানায়। তবে জানা গেছে কোন ধরণের চাঁদা না দিয়েই আবারো পুনরায় আজ থেকে বিদ্যালয়টির নির্মান কাজ শুরু করেছেন ঠিকাদার।
