মায়ানমারে আরাকান আর্মির সশস্ত্র হামলায় ২ সামরিক সদস্য নিহত - Southeast Asia Journal

মায়ানমারে আরাকান আর্মির সশস্ত্র হামলায় ২ সামরিক সদস্য নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

মায়ানমারের রাখাইনে সেদেশের নৌবাহিনীর একটি টাগবোটে হামলা চালিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর (তাতমাদাও) ২ সদস্যকে হত্যা করেছে আরাকান আর্মি (এএ)। এ ঘটনায় আরেক সদস্য গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।

জানা গেছে, রাখাইন রাজ্যের সিত্তুইর কাছে সেত ইয়ো কিয়ায় এ হামলার ঘটনা ঘটে।

তাতমাদাওয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২২ জুন ভোর সাড়ে তিনটার দিকে হামলাটি হয়। আরাকান আর্মির সদস্যরা রকেট নিক্ষেপ করে।

কমান্ডার ইন চিফের অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর তল্লাসিতে একটি টাইপ-৬৩ এমএম রকেট, ওয়ারিং, রকেটে ব্যবহৃত দুটি ব্যাটারি পাওয়া গেছে।

ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, আমরা অনুসন্ধান চালাচ্ছি। এর আগে এখানে কোনো সংঘাত হয়নি।

প্রসঙ্গত, নভেম্বর থেকে আরাকান আর্মির সাথে সামরিক বাহিনীর সংঘর্ষে প্রায় ৪০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। তবে ডিসেম্বরের পর এবারের জুনেই সবচেয়ে কম সংঘর্ষ হয়েছে।