মালিতে আইইডি হামলায় ৩ বাংলাদেশি পুলিশ শান্তিরক্ষী আহত - Southeast Asia Journal

মালিতে আইইডি হামলায় ৩ বাংলাদেশি পুলিশ শান্তিরক্ষী আহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মালিতে জাতিসংঘ শান্তিমিশনে কর্মরত বাংলাদেশ ফরর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ) একটি টহল দলের উপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিটের ৩ সদস্য আহত হন।

গত ২৮ মে রোববার স্থানীয় সময় সকাল ৯টায় হামলার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (জনসংযোগ) মো. মনজুর রহমান।

মনজুর রহমান জানান, হামলায় পুলিশ সদস্যদের বহনকারী একটি আর্মাড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ক্ষতিগ্রস্থ হয়েছে।

‘পুলিশ সদস্যদের টহলদলটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প হতে প্রায় ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে এ ঘটনা ঘটে। ইতোপূর্বে এ এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়।

‘পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান।’

এখন পর্যন্ত জাতিসংঘের ২৩ টি মিশনে বাংলাদেশ পুলিশের ২১ হাজার ২৮৪ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ২২ জন বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন।