রাঙ্গামাটিতে নিরাপত্তাবাহিনী কর্তৃক ইউপিডিএফের ঘাঁটিতে অভিযান, বিপুল পরিমান সরঞ্জাম জব্দ
![]()
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করে প্রসীত পন্থি ইউপিডিএফ’র একটি ঘাঁটি ধ্বংস ও সেখান থেকে বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তাবাহিনী।
মঙ্গলবার (২৫ জুন ২০১৯) সকালে উপজেলার বামে বগাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে চাঁদা আদায়ের রেজিস্টার, খরচের বিবরনী, রান্নার সরঞ্জামাদি, ক্রোকারিজ, কাপড়-চোপড়, জুতা, ঔষধ, মোবাইল চার্জার এবং খাদ্য দ্রব্য উদ্ধার করা হয়।
এর আগে নিরাপত্তার বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘাঁটিটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় নিরাপত্তাবাহিনী।
জানা যায়, ইউপিডিএফ (মূলদল)’র উক্ত ঘাটিটিতে দীর্ঘদিন যাবৎ সশস্ত্র সন্ত্রাসীদের বিভিন্ন প্রশিক্ষন ও নানা ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছিল।