টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক - Southeast Asia Journal

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গীখালী হতে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ২ বিজিবির সদসরা। এসময় দেশীয় তৈরী ৪টি বন্দুক ও ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২বিজিবির অধিনায়ক লে.কর্ণেল ফয়সাল হাসান খাঁন।

জানা গেছে, সোমবার (২৪ জুন) উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় জৈনক হেলাল উদ্দীনের মালিকানাধীন ভাই ভাই রাইচ মিলে অস্ত্র ও গুলাবারুদ বেচা-কেনা হবে এমন তথ্যের ভিত্তিতে ২ বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় রাইচ মিলের অভ্যন্তরে ধানের বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৪টি দেশীয় তৈরী বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় অগ্নেয়াস্ত্র মজুদ রাখার অপরাধে একই এলাকার ফরিদ আহমদের পুত্র আবছার কামাল (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এই বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র এসব অস্ত্রের মূল মালিককে সে সম্পর্কে কোন তথ্য নিশ্চিত করতে পারেনি।