মিয়ানমারে প্রত্যাবাসনে রাজি চার রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ - Southeast Asia Journal

মিয়ানমারে প্রত্যাবাসনে রাজি চার রোহিঙ্গা পরিবারের খাদ্য সহায়তা বন্ধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে স্বেচ্ছায় ফেরত যেতে রাজি হয়েছিলেন চার পরিবারের ২৪ রোহিঙ্গা। কিন্তু প্রত্যাবাসনে রাজি হওয়ার পর তাদের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছিল চার পরিবার। এ চার পরিবারে রয়েছে ২৪ সদস্য। তাদের সোমবার (৫ জুন) থেকে খাবার দেওয়া বন্ধ রেখেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। আমাদের কর্মকর্তারা এসব রোহিঙ্গাদের দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা করেছেন।

প্রত্যাবাসনে রাজি হওয়া চার রোহিঙ্গা পরিবার ভাসানচরে অবস্থান করছিল। প্রত্যাবাসনে রাজি হওয়ায় তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

চার পরিবারের খাবার বন্ধের কারণ জানতে জাতিসংঘের ঢাকা কার্যালয় ও ইউএনএইচসিআর- এর সঙ্গে পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোহিঙ্গা নেতারা বলছেন, মিয়ানমারে যাওয়ার আগে যদি এমন পরিবেশর সৃষ্টি হয়। তাহলে সামনে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের রাজি করাতে কষ্ট হবে। সাধারণ রোহিঙ্গাদের মাঝে খারাপ ধারণা তৈরি হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের রাখাইনে ফেরত নিতে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার। চুক্তি স্বাক্ষর করলেও রোহিঙ্গাদের ফেরত নিতে অনাগ্রহ দেখাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ত্রিপক্ষীয় কমিটি। এ কমিটি একাধিক সভা করলেও প্রত্যাবাসন শুরু হয়নি। তবে খুব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যবাসন শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

You may have missed