বিএসএফের দক্ষতার অভাবে বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা: বিজিবি মহাপরিচালক - Southeast Asia Journal

বিএসএফের দক্ষতার অভাবে বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা: বিজিবি মহাপরিচালক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাঠপর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের মোটিভেশন ও মনিটরিংয়ের অভাব রয়েছে। সে কারণে অনেক ক্ষেত্রে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১৫ জুন) বিজিবি সদর দফতর পিলখানায় ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাপরিচালক।

তিনি বলেন, সীমান্তে বিএসএফের লোয়ার লেভেলে যারা কাজ করে, তাদের মোটিভেশনের অভাব বা অন্য কোনও কারণ থাকতে পারে। সীমান্ত হত্যা বন্ধে আমি এসব বিষয় গুরুত্ব দিয়েছি সম্মেলনে। বিএসএফ যদি তাদের কন্ট্রোলিংয়ের বিষয়টি আরও বাড়ায় এবং এসব বিষয় যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে এসব বিষয়ে সুফল পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে, যা অনেকটা কোয়েনসিডেন্ট। তবে সীমান্তে যেকোনও হত্যাকাণ্ডের ঘটনা বিজিবি কিংবা বিএসএফের জন্য বিব্রতকর।

উল্লেখ্য, গত ১১ জুন থেকে ১৪ জন পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।