যশোরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান
 
                 
নিউজ ডেস্ক
যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে জেলার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে এই মহড়া পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী যতগুলো প্রশিক্ষণ করে তার মধ্যে সবচেয়ে কঠোর প্রশিক্ষণ হচ্ছে এই গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ। কেননা গ্রীষ্মের প্রতিকূল আবহাওয়ায় অত্যন্ত দুর্গম এলাকায় কঠোর অপারেশন পরিচালনা করতে হয়। এই প্রশিক্ষণে যেসব অফিসার ও সৈনিকরা কষ্ট করছেন তারা কি প্রশিক্ষণ নিচ্ছেন সেটাই পরিদর্শনে আসা।
পরিদর্শনকালে সেনাপ্রধান প্রশিক্ষণ ক্যাম্প ঘুরে দেখেন এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন।
এসময় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
