সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক আইনশৃঙ্খলা মাসিক নিরাপত্তা ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ১১টার সময় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জোন সদরে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক সৈয়দ পারভেজ মোস্তফা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, মানিকছড়ি রানী নিহার সরকারি উচ্চ বিদ্যালয়ের সঃ শিক্ষক নাইমুল হক, গুইমারা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব শীল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন প্রমুখ।
এসময় বক্তারা সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি সহ নানা বিষয় তুলে ধরেন।