রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান - Southeast Asia Journal

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। আভিযানিক কার্যক্রমের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

শনিবার (২৪ জুন) রাঙামাটি জোনের কাউখালী আর্মি ক্যাম্পের ছোট ডুলু পাড়াকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় ২২০ জন অসুস্থ, অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতায় রাঙামাটি সিএমএইচ এর দক্ষ ডাক্তার এবং মেডিকেল সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

কাউখালী এলাকার জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।