সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে ঈদ উপহার বিতরণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি জোন।
গত ২৭ জুন মঙ্গলবার সিন্দুকছড়ি জোনের মাঠ ও মানিকছড়ি রানী নীহার উচ্চ বিদ্যালয়ের মাঠে শতাধিক স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, তৈল, নুডুলস, লবন, সেমাই ইত্যাদি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।
তিনি সবাইকে ঈদের আগ্রীম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র সেনাবাহিনী সর্বত্র কাজ করে যাচ্ছে, জনসাধারণের মাঝে সেবার এই ধারাবাহিক কার্য্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।
এসময় জোনের অন্যান্য কর্মকর্তাগণ উপিস্থিত ছিলেন।