সারাদেশে ডেঙ্গু আক্রান্তে চার জনের মৃত্যু - Southeast Asia Journal

সারাদেশে ডেঙ্গু আক্রান্তে চার জনের মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৩৬ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৭৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৬২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৩১ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ১ হাজার ২২ জন, আর বাকি ৫০৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯ হাজার ১৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন সাত হাজার ৬০৬ জন।