রামগড় বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
![]()
নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষায় নিয়োজিত খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ এলাকায় অবৈধ পথে আসা ভারতীয় গরু জব্দ করেছে বিওপিতে কর্মরত সদস্যরা।
গত ৮ জুলাই শনিবার বিকেলে এসব গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ওসমান গণি এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত ফরিংগা নামক স্থান হতে মালিকবিহীন ০২টি ভারতীয় গরু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ভারতীয় গরু ২টি সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা দেওয়া হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সাইমুম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, সীমান্তে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।