খাগড়াছড়ির যামিনীপাড়া জোন কর্তৃক চারাগাছ বিতরণ
নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আর্থিক অনুদান, শিশুখাদ্য , ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করেছে যামিনীপাড়া জোন ২৩ বিজিবি।
গত ১০ জুলাই সোমবার যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির, তাইন্দং ও বর্ণাল ইউনিয়নের বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় ৭০০ কেজি চাউল অনুদান প্রদান করেন।
এর আগে গত ৯ জুলাই উপজেলার তাইন্দং এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে এলাকাবাসী কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এ প্রধান অতিথি হিসেবে ২টি বনজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে যামিনীপাড়া জোনের পক্ষ থেকে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন ।
এছাড়াও তাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাইন্দং উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, ফলজ ও বনজ চারাগাছ বিতরণ, ভাগ্যকারবারিপাড়া নামক এলাকায় এক প্রতিবন্ধী অসহায় দুস্থ পরিবারকে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, তাইন্দং বাজার জামে মসজিদে জেনারেটর কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন।