পাকিস্তানের বেলুচিস্তানে সেনাঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত ৪ সেনা - Southeast Asia Journal

পাকিস্তানের বেলুচিস্তানে সেনাঘাঁটিতে সশস্ত্র হামলা, নিহত ৪ সেনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানের ঝোব জেলার একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। এতে অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

গত ১২ জুলাই বুধবার ডনের খবরে বলা হয়েছে, পালটা হামলায় তিন বন্দুকধারী নিহত হয়। হামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। হামলায় অ্যাসল্ট রাইফেলের পাশাপাশি, গ্রেনেড ও রকেট ব্যবহার করা হয়।

সরাসরি ওই হামলায় পাঁচজন অংশ নিয়েছিল। বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

তবে এ অঞ্চলে বেলুচ বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। আবার কিছু জঙ্গি সংগঠনও প্রায়ই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।

সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর থেকে বলা হয়, সেনাসদস্যরা কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তবে বন্দুকধারীরা গ্রেনেড ব্যবহার করলে হতাহত হন সেনা সদস্যরা।