রাঙামাটিতে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।
সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় রবিবার (২৩ জুলাই) সেনাবাহিনীর কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন এর উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।

এদিন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় ৩০ জন স্থানীয় অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এই চিকিৎসা সহায়তা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার এবং অন্যান্য পদবীর কর্মকর্তাগণ।
১০ আরই ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময়ে ১০ আরই ব্যাটালিয়ন সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এই ধরণের চিকিৎসা সহায়তা অব্যাহত রাখবে।