‘পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে’
নিউজ ডেস্ক
পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে মন্তব্য করে সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেছেন, যারা পাহাড়ে উন্নয়ন বাঁধাগ্রস্ত করছে তাদের কোন ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার সকালে (২৬ জুলাই) খাগড়াছড়ি জেলার জোন ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাটিরাঙ্গা জোনের আওতায় সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে কাউকে ছাড় দেওয়া হবেনা জানিয়ে জোন অধিনায়ক, সমাজে যারা অপরাধ করছে তাদের তথ্য দিয়ে জোনকে সহযোগিতা করার আহবানও জানান।
মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, ৩৪ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো.আমজাদ হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব কর, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম, উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, পৌর কাউন্সিলর মো. আলা উদ্দিন লিটন, পৌর কাউন্সিলর মো. আলীসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক-বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।