সপ্তাহব্যাপী অভিযানে বিভিন্ন মাদক, ভারতীয় চিনি ও পাহাড়ি বাঁশ-কাঠ জব্দ করল বিজিবি - Southeast Asia Journal

সপ্তাহব্যাপী অভিযানে বিভিন্ন মাদক, ভারতীয় চিনি ও পাহাড়ি বাঁশ-কাঠ জব্দ করল বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সপ্তাহব্যাপী অধিনস্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমান মদ, গাঁজা, ইয়াবা, রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় চিনি, পরিবেশ বিনষ্ট করে অবৈধ ভাবে পাচারকালে পাহাড়ি বাঁশ ও কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

গত ২০ জুলাই বৃহস্পতিবার থেকে টানা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, চিনি ও বাঁশ-কাঠ জব্দ করেছে বিজিবির গুইমারা সেক্টরের আওতাধীন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা।

বিজিবি জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত মান্নানটিলা নামক স্থান হতে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

একইদিন রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত সুজামিয়ার চর নামক স্থান হতে মালিকবিহীন ৩০ বোতল ভারতীয় মদ এবং ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

এরপর গত ২৩ জুলাই রবিবার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আধারমানিক বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ শরীফ মাহবুব এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভুজপুর থানার অন্তর্গত চা বাগান শ্মশান ঘাট নামক স্থান হতে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ এবং ৪৭ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

এছাড়া, গত ২৪ জুলাই সোমবার ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত ফেনীরকুল নামক স্থান হতে মালিকবিহীন ১৯ কেজি ভারতীয় চিনি জব্দ করতে সক্ষম হয়।

একইদিন মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ নলুয়াটিলা বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভুজপুর থানার অন্তর্গত ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

এছাড়া, হেয়াকো বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আল মামুন সিকদার এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভুজপুর থানার অন্তর্গত মুসলিমপুর নতুনপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

এদিকে, এদিন কয়লারমুখ চেকপোষ্ট এ কর্মরত হাবিঃ মোঃ সাহেবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে বনবিভাগ কর্তৃক নিষিদ্ধ সময়ে কর্তৃনকৃত মালিকবিহীন ৭৫০ পিস বিভিন্ন প্রকার বাঁশ ও ১ টি মিনি ট্রাক জব্দ করতে সক্ষম হয়।

আজ ২৬ জুলাই বুধবার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার সাহেবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জেরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে মালিকবিহীন ১৮০.৯০ ঘনফুট বিভিন্ন প্রকার গোলাকাঠ আটক করতে সক্ষম হয়।

বিজিবি আরো সূত্র জানায়, অভিযান শেষে জব্দকৃত মদ, গাঁজা, ইয়াবা, ভারতীয় চিনি, পাহাড়ি বাঁশ ও কাঠ সীতাকুন্ড কাস্টমস ও হেয়াকো বনবিটে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্যগুলো পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবু বকর সিদ্দিক সাইমুম জানিয়েছেন, মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পরিবেশ সুরক্ষায় বনজ সম্পদ বাঁশ ও কাঠ রক্ষায় বিজিবির তৎপরতা চলমান থাকবে।