লংগদুর মাইনীমূখ ইউপির উপ-নির্বাচনে মনোনয়ন জমা - Southeast Asia Journal

লংগদুর মাইনীমূখ ইউপির উপ-নির্বাচনে মনোনয়ন জমা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙামাটি জেলার লংগদু উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মাইনীমূখ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (কমল), আওয়ামী লীগ সমর্থক মো. সেলিম এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম।

আগামী ২রারা জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১০ জুলাই প্রতিক বরাদ্দ দেয়া হবে। এ উপ-নির্বাচনে আগামী ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে মাইনীমূখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার পদত্যাগ করেন। এর ফলে ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়