বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে ফের মানববন্ধন ও সড়ক অবরোধ - Southeast Asia Journal

বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে ফের মানববন্ধন ও সড়ক অবরোধ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত ও উক্ত মাঠ বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে ২৭ জুন সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের পরেও বিদ্যালয়ের মাঠে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রবীণ হিতৈষী সং ‘র নির্মান কাজ অব্যাহত রাখার প্রতিবাদ ও কাজ বন্ধ করে অবিলম্বে উক্ত মাঠ বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে ফের খাগড়াছড়িতে মানববন্ধন ও সড়ক অবরোধ পালন করেছে টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।

সকালে (১লা জুলাই) শহরের টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাসপাতাল সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন পালন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে টিএন্ডটি গেইট সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল বশরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা আক্তার প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন কায়েশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও টিএন্ডটি গেইট এলাকার স্থানীয় লোকজন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত করে বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে এর আগে মানববন্ধন, জেলা প্রশাসক, রিজিয়ন কমান্ডার, জোন কমান্ডার বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও এসবের তোয়াক্কা না করে আবারো কাজ শুরু করে কর্তৃপক্ষ। বক্তারা বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে একাধিক প্রবীন সংঘ থাকলেও সেগুলোর সংস্কার ও আধুনিকায়ন না করে জেলা পরিষদ তাদের অনিয়ম ও দূর্ণীতির আখড়া গড়তেই নতুন করে প্রবীণ হিতৈষী সংঘের নামে উক্ত ভূমি বরাদ্ধ ও ভবন নির্মান করে দিচ্ছেন।

প্রসঙ্গত, উক্ত বিদ্যালয়ের মাঠে গত ২রা মে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ খাগড়াছড়ি জেলা শাখার ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।