বান্দরবানে খালের পানিতে নিখোঁজ নৌ কর্মকর্তার লাশ উদ্ধার
![]()
নিউজ ডেস্কঃ
বান্দরবান জেলার রুমা উপজেলার পাইন্দু খালের স্রোতে নিখোঁজ নৌ বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো: সাইফুল্লাহ (২৩)’র লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ লা জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষ্যং পাড়ার নিচে পাইন্দু খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের অপরুপ তিনাপ সাইতার ঝর্ণা দেখে ফেরার পথে শনিবার সন্ধ্যায় পাইন্দু খালের পানিতে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো: সাইফুল্লাহ ও গ্রীন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত (১৮)।
এদিকে নিখোঁজ ২ জনের মধ্যে নৌবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মো: সাইফুল্লাহ’র লাশ উদ্ধার করা গেলেও ও গ্রীন হার্ট আর্ট কলেজের ছাত্রী জান্নাত’র খোঁজ মিলেনি এখনও।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লাশ উদ্ধারের জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।