খাগড়াছড়িতে জেএসএস (সংস্কার)’র কর্মী সম্মেলন উদ্বোধন
![]()
নিউজ ডেস্কঃ
কর্মী তৎপরতা বৃদ্ধি ও সংগঠন জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়িতে জেএসএস (সংস্কার)’র কেন্দ্রীয় কমিটির কর্মী সম্মেলন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১লা জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মারমা উন্নয়ন সংসদের অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেএসএস (সংস্কার)’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
সংগঠনটির কেন্দ্রীয় নেতা প্রফুল্ল কুমার ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা ওর তরু।
সম্মেলনে বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সুধাকর ত্রিপুরা, বিভূ রঞ্জন চাকমা, কাকলী খীসা, সুদর্শন চাকমা, শান্তিপ্রিয় চাকমা প্রমূখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস পাহাড়ে শান্তির কথা বলে সরকারের সাথে চুক্তি করেও বর্তমানে পাহাড়ে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি অব্যাহত রেখেছে। অপরদিকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও পাহাড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যা পাহাড়বাসীকে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল ছাড়া কিছুই নয়।
বক্তারা বলেন, বর্তমান সরকার পাহাড়বাসীর জন্য উন্নয়নের দরজা উন্মুক্ত করে দিলেও একটা মহল পাহাড়ে উন্নয়ন চায় না। সন্ত্রাসী কর্মকান্ড থেকে ফিরে এসে যারা স্বাভাবিকভাবে বাচঁতে চায় তাদের জন্য জেএসএস (সংস্কার)’র দরজা খোলা থাকবে বলেও জানান তারা।