খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর, সম্পাদক নির্নিমেষ - Southeast Asia Journal

খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর, সম্পাদক নির্নিমেষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রবি শংকর তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে নির্নিমেষ দেওয়ান নির্বাচিত হয়েছে।

আজ বুধবার (২ আগস্ট) সকাল ৮টায় খাগড়াছড়ি সদর উপজেলাধীন স্বনির্ভর এলাকাস্থ উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতি ভবনে কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে সভাপতি পদে রবি শংকর তালুকদার ‘চেয়ার’ প্রতীকে, ইন্দু বিকাশ চাকমা ‘ছাতা’ প্রতীকে, সাধারণ সম্পাদক পদে শান্তি মনি চাকমা ‘হারিকেন’ প্রতীকে, মিল্টন চাকমা ‘টেবিল’ প্রতীকে নির্নিমেষ দেওয়ান ‘দেওয়ার ঘড়ি’ প্রতীকে, সাংগঠনিক সম্পাদক পদে বিপুল চাকমা ‘মই’ প্রতীকে, বঙ্গমিত্র চাকমা ‘জবা ফুল’ প্রতীকে, অর্থ সম্পাদক পদে ডাঃ নিউইয়ন চাকমা ‘চাবি’ প্রতীকে, রিপ রিপ দেওয়ান ‘তালা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ভোটার সংখ্যা ১৩৭ জন।

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে পরে বিকাল ৪টায় শেষ হয়।নির্বাচনে ১১৭টি ভোটার উপস্থিত হলেও ২০টি ভোটার অনুপস্থিত হয়েছে।

এতে সভাপতি পদে রবি শংকর তালুকদার পুনরায় বিপুল ব্যবধানে ৭৪টি ভোট পেয়ে বিজয়ী হয় এবং তার নিকটতম প্রাথী ইন্দু বিকাশ চাকমা ‘ছাতা’ প্রতীকে ২৯টি এবং শান্তি মনি চাকমা ‘হারিকেন’ প্রতীকে ১৪টি ভোট পায়।

সাধারণ সম্পাদক পদে ৭ ভোটের ব্যবধানে নির্নিমেষ দেওয়ান ৬২ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রার্থী মিল্টন চাকমা ‘টেবিল’ প্রতীকে পায় ৫৫ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ৬৮টি ভোট পেয়ে বিজয়ী হন বিপুল চাকমা ‘মই’ প্রতীকে, তার নিকটতম প্রার্থী পেয়েছে বঙ্গমিত্র চাকমা ‘জবা ফুল’ প্রতীকে পেয়েছে ৪৮টি ভোট।

অর্থ সম্পাদক পদে ডাঃ নিউইয়ন চাকমা ৭৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী রিপ রিপ দেওয়ান ‘তালা’ প্রতীকে পেয়েছেন ৩৭টি ভোট।

নির্বাচন পরিচালনায় রির্টানিং অফিসার হিসাবে রিপ চাকমা এবং সহকারি রির্টানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ক্যজরী মারমা, রবিরন চাকমা, সনজীব ত্রিপুরা, চিত্ত বিপ্লব চাকমা।