বিজিবির অভিযানে ৫৪ হাজার ডলারসহ যুবক আটক - Southeast Asia Journal

বিজিবির অভিযানে ৫৪ হাজার ডলারসহ যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫৪ হাজার ১০০ ইউএস ডলারসহ সুজন মাহমুদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (২ আগস্ট) বিকালে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মিরপুর উপজলার কুষ্টিয়া-মেহেরপুর হাইওয়েতে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকার ধামরাই উপজেলার বড়যটাইল এলাকার সুজন মাহমুদ নামে এক যুবকের কাছ থেকে ১০০ ইউএস ডলারের ৫৪১টি নোট (মোট ৫৪ হাজার ১০০ ইউএস ডলার) উদ্ধার করা হয়। এ ছাড়াও আটক আসামির কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৫০ টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।