পাথর উত্তোলনঃ নষ্ট করে দিচ্ছে পানির ভূগর্ভ, বিপর্যস্থ জনজীবন - Southeast Asia Journal

পাথর উত্তোলনঃ নষ্ট করে দিচ্ছে পানির ভূগর্ভ, বিপর্যস্থ জনজীবন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে পাথর উত্তোলনকারী একটি সিন্ডিকেট সরকারীভাবে কোন বিধিবিধান না মেনে অবৈধভাবে পাচার করছে হাজার হাজার ঘনফুটের পাথর। এ যেন পাথর চুরির মহোৎসব।

জানা গেছে, আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চৈক্ষ্যং আবাসিক রাস্তা থেকে বাঘেরঝিরি যাওয়ার রাস্তার ধারে কাছে রয়েছে সরবরাহকৃত বড় বড় পাথরের স্তুপ। অত্যন্ত বেপরোয়া গতিতে চলছে পাথর উত্তোলনে মহোৎসব। সেখানে জেলা প্রশাসক,এসপি বা ইউএনও এমন উচ্চপদস্থ উর্ধতন কর্মকর্তাদের কারো নির্দেশনাই মানছেননা পাথথর খেকোরা ।

স্থানীয়রা জানান, প্রায় ৩ যুগেরও বেশি সময় ধরে স্রোতোবহা জীবন্ত এ ঝিরির পানি ওপর নির্ভরশীল এখানকার পাড়াবাসী। খাবার পানি থেকে গোসল, রান্নাবান্না সবকিছুতেই ব্যবহার হয় এ ঝিরির পানি। কিন্তু আজ সেই ঝিরিতে চলছে পাথরবাহী বড়বড় যান ট্রাকে চলাচল। প্রতিদিন ট্রাকভর্তি পাথর আনা নেওয়ার ফলে পাড়ার ঝিরির দু’পাশ ভেঙ্গে গিয়ে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে বহুবছরের পুরনো এ পাড়াটি।

তবে স্থানীয় অনেকেই মনে করছেন, প্রশাসনের উদাসীনতা আর যোগসাজেসেই চলছে এসব অপকর্ম। তাদের দাবি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিয়ে হারিয়ে যাবে বহু পুরোনো এ পাড়া আর তীব্র পানি সংকটে পড়বে স্থানীয়রা।