চীন ও পাকিস্তান সেনাবাহিনী একসঙ্গে কাজ করবে: পাকিস্তানের সেনাপ্রধান
নিউজ ডেস্ক
পাকিস্তান ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। একই সঙ্গে তিনি দুই দেশের সেনাবাহিনী অভিন্ন লক্ষ্যে একসঙ্গে (ব্রাদারস ইন আর্মস) কাজ করবে বলে তিনি মন্তব্য করেছেন।
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণে এ মন্তব্য করেন। এ উপলক্ষে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সকে (আইএসপিআর) উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। আইএসপিআর আরও বলেছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। উপস্থিত ছিলেন পাকিস্তানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স পাং চুনসুয়া, ডিফেন্স অ্যাটাচে মেজর জেনারেল ওয়াং ঝোং ও তিনবাহিনীর কর্মকর্তারা। এতে দুই দেশের মধ্যে, সেনাবাহিনী ও জনগণের মধ্যে যে গভীর সম্পর্কের শিকড় প্রোথিত সেসব বিষয় উল্লেখ করে পাকিস্তানের সেনাপ্রধান বক্তব্য রাখেন।
তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী এবং পিএলএ হলো ‘ব্রাদার্স ইন আর্মস’ এবং আমাদের সামষ্টিক স্বার্থ সুরক্ষায় অব্যাহতভাবে আমাদের এই সম্পর্ক ভূমিকা রাখবে। জবাবে পিএলএর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের জন্য পাকিস্তানি সেনাপ্রধানকে ধন্যবাদ জানান চীনের কূটনীতিকরা।
তারা বলেন, সময়ের পরীক্ষায় এবং আন্তর্জাতিক পরিবর্তিত প্রেক্ষাপটে চীন ও পাকিস্তানের মধ্যে সব অবস্থায় কৌশলগত সহযোগিতামুলক অংশীদারিত্ব দাঁড়িয়ে আছে। এরই মধ্যে সিপিইসির ১০ম বার্ষিকী যৌথভাবে উদযাপন করেছে চীন ও পাকিস্তান।
পাকিস্তানের সেনাপ্রধান ও সেনাবাহিনীর অন্য নেতারা এরই মধ্যে সফলভাবে চীন সফর করেছেন। এর মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। জবাবে পিএলএ এবং চীনের প্রতিরক্ষা, নিরাপত্তা এবং দেশ গঠনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের সেনাপ্রধান।
গত সপ্তাহে তিন দিনের সফরে রাজধানী ইসলামাবাদ পৌঁছেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং। উদ্দেশ্য চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন।