রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেএসএস (সন্তু)
 
                 
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটির বরকল উপজেলাধীন সুবলং এলাকায় গত ২৭ জুন জেএসএস (সন্তু) ও জেএসএস (সংস্কার)’র মধ্যকার গোলাগুলির পর জেএসএস (সংস্বার)’র নেতা স্মৃতিময় চাকমা ওরফে কোকো হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র ৬০ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেএসএস (সন্তু)।
১ জুলাই জেএএসএস’র সহ-সাধারণ সম্পাদক গুণেন্দু বিকাশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে দ্রুত মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে দিকে রাঙামাটি শহর থেকে একটি কংকর বোঝায় দুটি ট্রলার সুবলং বাজার হয়ে লংগদুর উদ্দেশে যাচ্ছিল। এ সময় এমএন লারমা গ্রুপের (সংস্কারপন্থী) সদস্যরা সুবলং বাজারের মাজারের ঘাটে ভিড়ানোর জন্য নির্দেশ দেয়। এতে চালক ট্রলার বোট না থামিয়ে চলে যায়। পরে সংস্কারপন্থী জনসংহতি সমিতির সদস্যরা দুটি স্পিড বোট নিয়ে দুটি ট্রলারে বোটকে ধাওয়া করে। এক পর্যায়ে ওই দুটি ট্রলার বোটকে লক্ষ্য করে গুলি করে। এসময় আমবাগান নামক এলাকায় ওৎ পেতে থাকা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কর্মীদের সাথে অন্ততপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে স্পিড বোট চালক কোকো চাকমা গুলিবিদ্ধ হয়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হন। বিকালে কোকোর লাশ উদ্ধার করে পুলিশ।
