টানা পাঁচ দিন বৃষ্টি, বান্দরবানে খোলা হয়েছে ১৯২টি আশ্রয়কেন্দ্র
![]()
নিউজ ডেস্ক
টানা পাঁচ দিনের বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পার্বত্য অঞ্চলের জনজীবন। ভারী বর্ষণের ফলে বান্দরবানের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস। এ ছাড়া প্লাবিত হয়েছে জেলার ইসলামপুর, আর্মিপাড়া, বালাঘাটা, হাফেজঘোনাসহ বিভিন্ন নিম্নাঞ্চল। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের জন্য ১২৯টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
রবিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ স্থান ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বলেন, গতকাল ও আজ রবিবার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান ও নিম্নাঞ্চলে বসবাসকারীদের জন্য বান্দরবান জেলায় ১৯২টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, এ ছাড়াও তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম প্রস্তুত রাখাসহ পর্যাপ্ত পরিমাণে ওষুধ সংরক্ষিত আছে।