কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার - Southeast Asia Journal

কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জানমালের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। রবিবার (৬ আগস্ট) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল থেকে জেলার সঙ্গে উপজেলার লঞ্চ চলাচল শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ট্যুরিস্ট বোট চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।

সাইফুল ইসলাম আরও বলেন, রাঙামাটি জেলার সঙ্গে ছয় উপজেলার একমাত্র যোগাযোগমাধ্যম নৌপথ। এসব উপজেলার মানুষের যোগাযোগের কথা চিন্তা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে হ্রদে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি এবং যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সোমবার থেকে আবারও নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।