প্রবল বৃষ্টি ও ভারী বর্ষণে ঝুঁকিতে থাকা বৈদ্যুতিক খুঁটি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
কয়েকদিনের বৃষ্টির টানা প্রবল বর্ষণে মাটি ভেঙ্গে যাওয়ার কারণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুুনি এলাকায় মানিকছড়ি খালের পাড়ে তেত্রিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি মারাত্বক ঝুঁকিতে রয়েছে। খুঁটি রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা।
আজ সোমবার (৭ আগষ্ট) মানিকছড়ি নদীর পাড়ে সরেজমিনে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিটি মারাত্বক ঝুঁকিপূর্ণ অবস্হায় রয়েছে। এটি রক্ষার্থে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা।
প্রতি বছর নদী ভাঙ্গার কারণে এবছর যে কোন সময় বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে পড়তে পারে এবং দেখা দিতে পারে বড় ধরনের বিপর্যয়।
মানিকছড়ির বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী জিয়া উদ্দীন জানান, বিদ্যুৎ মেরামতের কাজ চলছে, যতদ্রুত সম্ভব বিদ্যুৎ চালুর ব্যবস্থা করা হচ্ছে।
