খাগড়াছড়িতে পাহাড় ধসে বন্ধ হওয়া সিন্দুকছড়ি-মহালছড়ি সড়ক সচল করল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
টানা ও ভারী বর্ষণে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালুতে গড়ে উঠা ঘর-বাড়ি সহ খাল বিল, রাস্তাঘাটে ইতোমধ্যে পাহাড় ধসের আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এছাড়াও উপজেলার সিন্দুকছড়ির পঙ্খীমুড়ায় পাহাড় ধসে সিন্দুকছড়ি-মহালছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয় যায়।

খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যদের নিরলস ভূমিকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা চলাচলের উপযোগী হয় ।
সিন্দুকছড়ি জোনের সেনা কর্মকর্তা মেজর আসাদুজ্জামান খন্দকার বলেন, এই ভারী বর্ষণে কোনো জায়গায় কোনো মানুষ যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, সে ব্যাপারে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি এবং পাহাড়ের ঢালুতে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য আহবান জানাচ্ছি।
