ইয়েমেনে অপহৃত জাতিসংঘে কর্মরত ও সাবেক সেনা কর্মকর্তা সুফিউল উদ্ধার - Southeast Asia Journal

ইয়েমেনে অপহৃত জাতিসংঘে কর্মরত ও সাবেক সেনা কর্মকর্তা সুফিউল উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘে কর্মরত ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল সুফিউল আনামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সুফিউলকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন হলেন বাংলাদেশি নাগরিক একেএম সুফিউল আনাম।

সুফিউল ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সাবেক সেনা কর্মকর্তার অপহরণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেন।