রাঙ্গামাটির চন্দ্রঘোনায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক মা-মেয়েকে গুলি করে হত্যা - Southeast Asia Journal

রাঙ্গামাটির চন্দ্রঘোনায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক মা-মেয়েকে গুলি করে হত্যা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক এক বৃদ্ধ মা ও মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, গবাছড়া আগা পাড়ার কং সু ইউ মারমার স্ত্রী ম্রা সাং খই মারমা(৬০) ও তার মেয়ে মে সাংনু মারমা(২৯)।

সোমবার (১লা জুলাই) গভীর রাতে চন্দ্রঘোনার রাইখালী ইউনিয়নের গবাছড়ার আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ জানান, অজ্ঞাতনামা অস্ত্রধারি সন্ত্রাসীরা ৩০ বছর বয়সী পাহাড়ি নারী ও তার বৃদ্ধ মাকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী এবং চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম নিহতদের লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিহত মা-মেয়ে উভয়ের স্বামীই ইতিপূর্বে মারমা লিবারেশন পার্টি ”এমএলটি’র সক্রিয় সদস্য ছিলো। সম্প্রতি তারা সেই দলটি ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটি’র সশস্ত্র সন্ত্রাসীরা রাতের অন্ধকারে তাদের বসতঘরে হামলা চালিয়ে মা-মেয়েকে হত্যা করে চলে যায়।

You may have missed