বান্দরবানের লামায় বন্যা কবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ
নিউজ ডেস্ক
বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার নিম্মাঞ্চলে বসবাসরত জনসাধারণ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। এমতাবস্থায়, মানবিক সহায়তা নিয়ে এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক আজ বুধবার (৯ আগস্ট) দুপুরে লামা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম জোন অধিনায়ক জানান, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, সেই সাথে এই দুর্যোগপ্রবণ পরিস্থিতিতে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে বন্যার্তদের মাঝে আর্থিক এবং ত্রাণ সহায়তা প্রদান অব্যহত থাকবে।